পাবনার ভাঙ্গুড়ায় বারি মুগ-৮ এর প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩জুন সকাল ১১টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজন এবং ভেড়ামারা সিআইজি ব্লকের সহযোগিতায় খরিফ-১/২০২১-২০২২ মৌসুমে এন এ টিপি-২, প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন (বারি মুগ -৮) প্রদর্শনীর ৫০ জন কৃষক – কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।
উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা পূর্বপাড়া ব্লকের কৃষক আঃ রহিম এর বাড়ীর উঠানে কৃষক মোঃ সোলাইমান সরকারের সভাপতিত্বে এবং উপসহকারি কৃষিকর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোঃ মামুনর রশিদ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ সোবাহান আলী, কৃষক মোঃ আব্দুল করিম, সি.আই.জি সদস্য মুন্নীয়ারা খাতুন প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস